অশান্তি ঘটালেন শান্তি মিছিলও করলেন!

আ. লীগের শান্তি মিছিল প্রসঙ্গে ফখরুল

| বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

পূজামণ্ডপে হামলার ঘটনাকে পূঁজি করে সরকার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অশান্তি ঘটালেন আপনারা, আবার শান্তি মিছিলও করছেন আপনারা! গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
রাজধানীতে আওয়ামী লীগের সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তি মিছিলের কর্মসূচির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এটাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের মানুষ অনেক বেশি কষ্ট পাবে। আমাদের অর্জনগুলো সমস্ত হারিয়ে যাবে। আমরা আরও বেশি নিচের দিকে নামতে থাকবো। তাই আমাদের দায়িত্ব হচ্ছে, সব সচেতন মানুষ যারা আছি তারা এই দানবীয় সরকারকে সরাতে হবে। এদের সরাতে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃস্টান, সাদা-কালো, বাম-ডান সবাইকে এক হয়ে এদের সরাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রম প্রশংসিত
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় : তথ্যমন্ত্রী