অশনির ‘শনি’ কেটে গেছে

রূপ নিয়েছে গভীর নিম্নচাপে ভারী বর্ষণের আভাস

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

প্রবল ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে ওঠে বাঁক নিয়ে আবারো সাগরে নেমে এসেছে। আর এতে শক্তি হারিয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ভারতের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে। দেশটির আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে এটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আজ সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, সাগর এখনো বিক্ষুদ্ধ থাকায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে দুই নম্বর দুরবর্তী সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এমনকি গভীর সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি বদির মামলায় সাক্ষ্য দিতে এলেন না বাদী
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে প্রত্যাশিত ইলিশের ‘দেখা’