অল্প সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ওরাকলের ল্যারি এলিসন

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

অল্প সময়ের জন্য ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি খেতাব পেয়েছেন ল্যারি এলিসন। মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকলএর সহপ্রতিষ্ঠাতা ও কোম্পানিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিসন। খবর বিডিনিউজের।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বুধবার সকালে এলিসনের সম্পদ বেড়ে ৩৯ হাজার তিনশ কোটি ডলারে পৌঁছায়, যা মাস্কের ৩৮ হাজার পাঁচশ কোটি ডলার সম্পদের চেয়ে বেশি ছিল। বিবিসি লিখেছে, এলিসনের বেশিরভাগ সম্পদ এসেছে ওরাকলের শেয়ারের মাধ্যমে। সমপ্রতি কোম্পানিটির শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে যায়। তবে দিনের শেষে ওরাকলের শেয়ারের দাম কিছুটা কমে গিয়ে আগের সেই লাভের কিছু অংশ হারায় কোম্পানিটি। ফলে এলিসনের মোট সম্পদও কমে যায় এবং আবার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির অবস্থানে ফিরে আসেন মাস্ক।

প্রস্তাবিত এ বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ। অন্যদিকে, মাস্কের সবচেয়ে মূল্যবান কোম্পানি টেসলার শেয়ারের দাম এ বছর কমেছে। কিছু সমস্যার মুখেও পড়েছে মার্কিন ইভি নির্মাতা। এর কারণ হচ্ছে, ইভি নিয়ে যেসব পরিকল্পনা ও সুবিধা যুক্তরাষ্ট্রে আগে ছিল তা কমিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত
পরবর্তী নিবন্ধট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা