অল্প বৃষ্টিতেও জমল পানি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে গতকাল শনিবার। বিকেল পৌনে তিনটায় শুরু হওয়া ১৫-২০ মিনিটের বৃষ্টি গরমে স্বস্তি দিলেও দুর্ভোগের কারণ হয়েছে অনেকের। জানা গেছে, গতকাল বৃষ্টিতে নগরীর হালিশহর, নয়াবাজার বিশ্ব রোড মোড়সহ পোর্ট কানেক্টিং রোডের বেশ কিছু অংশে পানি জমেছে।
বৃষ্টির পানি জমেছে কাপাসগোলা, বাকলিয়া, চকবাজার, মাঝিরঘাট, সদরঘাট এলাকাতেও। তবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান অর্ধসমাপ্ত ড্রেন ও নালা নির্মাণ কাজের কারণে পানি নিষ্কাশন বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হালিশহর এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, পোর্ট কানেক্টিং রোডের বিভিন্ন অংশে খানাখন্দক ও পানি জমে থাকার কারণে ওই রুটের গণপরিবহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে নিউমার্কেট, লালদীঘিতে গিয়েছে। ফলে আশপাশের এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পতেঙ্গা আবহাওয়া অফিসে বিগত ২৪ ঘণ্টায় ২৬.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশীঘ্রই সমীক্ষা, কাজে ব্রিটিশ কোম্পানি
পরবর্তী নিবন্ধগৃহবধূ ও শিশুপুত্রকে মেরে বের করে দিল ঘর থেকে