অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

সীতাকুণ্ডে রেললাইনে উপড়ে পড়ে গাছ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপর বিশালাকৃতির গাছ উপড়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জামালপুর থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি। চালকের সচেতনায় যাত্রীসহ ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বারিয়াঢালা স্টেশনের রেললাইনে একটি বড় গাছ ভেঙে পড়ে। ঝড়ের মাঝে দূর থেকে ভেঙে পড়া গাছটি ট্রেনের চালক আব্দুল আউয়াল রানার দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ইমারজেন্সি ব্রেক করেন।
সাথে সাথে তিনি ট্রেনের গতি কমিয়ে আনেন। তারপরও ট্রেনটি শ্লোগতিতে যাওয়ার সময় ইঞ্জিনের ধাক্কায় ভেঙে পড়া গাছটি রেল বিট থেকে সরে যায়। যদি গাছটি দৃষ্টিগোচর না হতো দ্রুতগতির এই ট্রেনটি দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানান ট্রেনের চালক আব্দুল আউয়াল রানা। ময়মনসিংহ এঙপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন জামালপুর থেকে ছাড়া হয়। ট্রেনটি জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চট্টগ্রাম প্রায় ৪৭০ কিলোমিটার দূরত্বে চলাচল করে। ট্রেনটি বাংলাদেশের সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী ট্রেন হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডুবে যাওয়া ড্রেজার থেকে মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবন্দরের কার্যক্রম স্বাভাবিক