সীতাকুণ্ড স্টেশনে অল্পের জন্য দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছে চাঁদপুরগামী ২৯ নং সাগরিকা কমিউনিটি ট্রেনের প্রায় ৮শ যাত্রী। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ২৯নং সাগরিকা কমিউনিটি ট্রেনটি চাঁদপুর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে।
ট্রেনটি সীতাকুণ্ড স্টেশনে থামানোর কথা থাকলেও আউটার সিগন্যালে এসে হঠাৎ গতি বাড়িয়ে দেয় এবং উপর্যপুরি হরণ বাজাতে থাকে। একপর্যায়ে গিয়ে সীতাকুণ্ড স্টেশনের প্লাটফর্মে না থেমে ট্রেনটি প্রায় ১০০ মিটার প্লাটফর্মের বাইরে গিয়ে থামে।
ট্রেনটির চালক আব্দুল করিম জানান, কি থেকে কি হলো বুঝতে পারছি না। ইঞ্জিনের কোন ত্রুটি হয়েছিলো কিনা দেখতে হবে। আমি তো ট্রেন থামানোর চেষ্টা করি। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছেড়ে যায়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।