অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি দ্রুতগামী এস আলম (চট্টমেট্রো হ ১১১৫৮১) বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার ১টার দিকে সংঘটিত দুর্ঘটনায় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার সময় গাড়িতে থাকা যাত্রীরা ভয়ে দ্রুত নামতে গিয়ে আহত হলেও কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি বলে জানা যায়। গাড়িতে থাকা যাত্রী আবুল কাশেম বলেন দ্রুত ছুটতে গিয়ে অপরদিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে ঘটনা হয়েছে ।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে গাড়ির সহকারি বলেন, অন্য গাড়িকে সাইট দিতে গিয়ে ঘটনা হলেও কেউ গুরুতর আহত হয়নি। এদিকে প্রতিনিয়ত ছোট খাট দুর্ঘটনা ঘটতে থাকা সাধারন জনগণ প্রধান সড়ক সরু হওয়ায় ঘটনা ঘটছে বলে দাবি করেন এবং বাঁশখালীর প্রধান সড়ক সম্প্রসারন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধনতুন রাষ্ট্রপতির সাথে সোলায়মান শেঠের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধবাহারি রঙের ফুলের পসরা