‘অলৌকিক’

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। দশ দিন বয়সী এই শিশুর নাম ইয়াগিজ। দক্ষিণাঞ্চলীয় হতাই প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

 

ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার রাতে নবজাতকটিকে সাবধানে বের করে নিয়ে আসা হচ্ছে। কম্বলে মুড়িয়ে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। স্থানীয় তুর্কি সংবাদমাধ্যম এ ঘটনাকে অলৌকিক হিসাবে তুলে ধরেছে বলে জানিয়েছে বিবিসি। নবজাতকটির মাকে নিয়ে আসা হয়েছে স্ট্রেচারে করে। তবে তাদের শারিরীক অবস্থা কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামমোগ্লুর উদ্ধার টিমের সদস্যরা এই উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। মেয়র টুইটারে বলেছেন, সামানদাগ শহরে এই মা ও নবজাতক উদ্ধার পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের পাওয়া ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে বের করা হচ্ছে। তবে নবজাতক ও তার মায়ের সঙ্গে এই ব্যক্তির কোনও সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

গত সোমবার ভূমিকম্প হওয়ার চার দিন পর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। তাছাড়া তীব্র শীতের কারণে উদ্ধার অভিযান ব্যাহতও হচ্ছে। তবে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়ায় এখনও উদ্ধার অভিযান চলছে।

৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে ২২ হাজার ছাড়িয়েছে বলে বাংলানিউজ জানিয়েছে। লাখো মানুষ গৃহহীন হয়ে আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

পূর্ববর্তী নিবন্ধআসলাম চৌধুরীর ছোট ভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধছুটির দিনে সাত হাজার পর্যটক!