চট্টগ্রামের অন্যতম অলিম্পিয়া ফিটনেস ক্লাবের ১ম বর্ষপূর্তি আড়ম্বপূর্ণভাবে গত ৯ জুন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি দেশ বরেণ্য বডি বিল্ডার সাকিব নাজমুস উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আতশবাজির ঝলকানি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।