আনোয়ারায় রায়পুর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার রাতে রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজার কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রায়পুর তৌহিদ একাডেমি ২–০ গোলে ব্রেইক কার্ডিনাল ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা ছিলেন মোরশেদ ও আতিক। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া কমিটির সদস্য মো. মেজবাহ উদ্দিন জাহেদ চৌধুরী। বিশেষ অতিথিদের ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সদস্যদের মাঝে বদরুল হক চৌধুরী, মাস্টার মোহাম্মদ ইউচুপ, ইদ্রীস আলম, শাখাওয়াত হোসেন,মোহাম্মদ হোসেন বাশি, শহীদুল ইসলাম রিটু,সৈয়দুল হক, সালাউদ্দিন, মিজানুর রহমান, মহিউদ্দিন বাহার, ইবনে সালেহ, মোহাম্মদ সৈয়দ, জাহিদুল হক, মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহেদ ও আকবর রুবেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৌহিদুল ইসলাম। ফাইনাল খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।