মরহুম সোলেমান স্মৃতি আয়োজিত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে বাকলিয়া সূর্য তরুণ ক্লাব চ্যাম্পিয়ন এবং মিয়াজী কিংস রানার্স আপ হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, ইব্রাহিম বাচ্চু, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, ১৮ নং ওয়ার্ড বিএনপি‘র সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মো. আলমগীর, সাইফুল ইসলাম নীরব, মো. ইসহাক খান, মহিউদ্দিন রনি, মো. ফারুক, মো. টিপু প্রমুখ।