অলিম্পিক টেনিসে জোকোভিচের প্রথম সোনা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ক্যারিয়ারে অপূর্ণতা ঘুচালেন নোভাক জোকোভিচ। কার্লোস আলকারাসকে ৭(), () গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকে পুরুষদের একক ইভেন্টে সোনা জিতেছেন এই সার্বিয়ান তারকা। যার ফলে টেনিসে জেতার আর কিছুই বাকি থাকল না তার। চলতি বছরটা কোনোভাবেই ভালো কাটছিল না জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকে খালি হাতে ফিরতে হয় রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকাকে। এরপর উইম্বলডনের ফাইনালে হেরে যান আলকারাসের কাছে। অলিম্পিক ফাইনালে আবারও আলকারাসই তার বাধা হয়ে দাঁড়ান। কিন্তু সেই বাধা টপকে ঠিকই স্বর্ণপদকে নিজের নামটা লিখে ফেলেন তিনি। অলিম্পিকে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো পেলেন এই স্বাদ। ২ ঘণ্টা ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল মাটির কোর্টেই হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়েন জোকোভিচ। চোখ দিয়ে পানি গড়িয়েছে আলকারাসেরও। দুই মাস আগে এখানেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। কিন্তু অলিম্পিকে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় স্বর্ণ জিতলেন জিমন্যাস্টিকসের উড়ন্ত পাখি যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস
পরবর্তী নিবন্ধঅলিম্পিকের দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার আলফ্রেড