বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে শতবর্ষ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। এবার ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে ক্রিকেট। ১২৮ বছর পর পুনরায় ক্রিকেট ইভেন্ট ফিরলো অলিম্পিকে। গত সপ্তাহে আইওসি প্রস্তাব অনুমোদন করে গতকাল তা ভোটে তোলে। মুম্বাইয়ে সভা চলাকালীন সদস্যদের সেই ভোটেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পেয়ে গেছে ক্রিকেট। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথম ও শেষবারের মত ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল দেশগুলো। আইসিসি, মূলত অলিম্পিকে টি–২০ ক্রিকেটকেই প্রস্তাব করেছে। যেখানে পুরুষ ও নারী উভয় ক্রিকেটেই র্যাংকিংয়ের শীর্ষ ৬টি দল খেলবে।