প্যারিস অলিম্পিকের খেলার জন্য আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান এক হকি তারকা। নিজের ক্যারিয়ারের শেষ অলিম্পিক হতে পারে এবারের আসর। এমন আশঙ্কায় নিজের শরীরের অঙ্গ জলাঞ্জলি দিয়ে হলেও অংশগ্রহণ করতে প্রস্তুত ম্যাট ডাউসন নামের এই ক্রীড়াবিদ। ডাউসনের এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে হতবাক হয়ে গেছেন তার কোচ ও সতীর্থরা। তবে নিজের সিদ্ধান্তে অটল এই ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান। দুই সপ্তাহ আগে পার্থে অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চোট পান ডাউসন। তার চোট এতটাই ভয়াবহ ছিল যে, তিনি যখন যখন ড্রেসিংরুমে নিজের ইনজুরি দেখলেন, তাতে আর নিজেকে ধরে রাখতে পারলেন না।