অলিগলিতেও ট্রাফিকের অভিযান

প্রথম দিনে আটক ১৩ ইজিবাইক ও ব্যাটারি রিকশা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ব্যাটারি রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিএমপির ট্রাফিক পুলিশ। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও অভিযান শুরু করেছে তারা। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে নগরীর সিরাজউদ্দৌলা রোড, আন্দরকিল্লা, দিদার মার্কেট এলাকা থেকে ১৩টি ইজিবাইক ও ব্যাটারি রিকশা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-প্রসিকিউশন) অণিল বিকাশ চাকমা। তিনি বলেন, এটাকে বিশেষ অভিযান বলা যায় না।

আমরা প্রতিদিনই ১৪/১৫ টা করে ব্যাটারি রিকশা আটক করছি। তবে অলিগলিতে ঢুকে অভিযান চালানোর উদ্যোগটা সম্প্রতি নেওয়া। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ব্যাটারি রিকশার দৌরাত্ম্য বিষয়ে দৈনিক আজাদীতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, দিনে তারা অলিগলিতে চালায়, আঁধার ঘনিয়ে এলে মূল সড়কে মাঝে মধ্যে ‘টেনে’ চলে যায়। রাত নয়টার পর থেকে তারা মূল সড়কেই উঠে আসে। মূল সড়কে অভিযান চললেও অলিগলিতে চলে না।

প্রতিবেদন প্রকাশের পর সিএমপির ট্রাফিক বিভাগে এ সমস্যা নিয়ে আলোচনা হয় এবং অভিযানে নামার সিদ্ধান্ত গৃহীত হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান টিআই অনিল বিকাশ চাকমা।

পূর্ববর্তী নিবন্ধসাত জঙ্গির সঙ্গে এবার তিন পাহাড়িও গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাবুল আক্তারের বিরুদ্ধে পিবিআইর আরেক কর্মকর্তার মামলা