কিছু প্রহর অলিখিত থাক
মেঘের ভাঁজে দ্বাদশী চাঁদের মতো
অপূর্ণতায় ভরে থাকা শূন্যস্থান
তোমার দেয়া বেহিসেবি অসুখ যতো।
টিপের জমিনে জমে থাকা রহস্য
প্রাক্তন হতে হতে অস্তিত্বের শেকড় হোক,
ঠোঁট কার্নিশে ঝুলে থাকা ভালোবাসা
দূরত্বে ছুঁয়ে আছে যে অভিমান
পরাবাস্তব, সাধনার নয়।
ক্ষণিক মধুমক্ষিকা কেউ
যেন মন শহরের হঠাৎ বৃষ্টি
অতি সাধারণ তবে অপেক্ষার নয়,
বুকের ভেতর মায়ামেঘ করে
সকাল-সন্ধ্যে আগলে রাখতে হয়।
ভাবি তোমাকে যতবার
শূন্যতায় মোড়ানো কফিনে
বুঝতে পারি বেঁচে আছি অনাদিকাল,
ভাবনায় যা আসে তা যদি প্রেম হয়
তবে তুমি গল্প নও, রূপকথাও নও
পুরোটাই বেঁচে থাকার অক্সিজেন।