অলস কোদাল

সাইয়্যিদ মঞ্জু | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মাটির মায়ায়-
কাঁদে অলস কোদাল
সবুজ চোখ বিষাদে জল
ভয়ে থর থর কাঁপে পাহাড়িয়া চূড়া।

অস্ফুট কথা বুকের ব্যথা নিজেকে নিজে বলি
কানাচোখ আমার দেখে না তো প্রকৃতির কতেক দীর্ঘশ্বাস
যত পার পোড়াও, যদি পাও আলোর এতটুকু ইশারা।

দহন চোখ স্বপ্ন আঁকে, আসন্ন কোন জীবনের অজানা প্রতিবিম্ব
ভাতের পাতে না ওঠে যেন পরঘরের নুন, বিনীত প্রার্থনা এই।

পূর্ববর্তী নিবন্ধনতুন বিকেল
পরবর্তী নিবন্ধতোমার আকাশে আমি