অলঙ্কার মোড়ে পাঁচ টিয়াসহ গ্রেপ্তার বাসের সুপারভাইজার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

নগরের অলঙ্কার মোড় বাসস্ট্যান্ড থেকে পাঁচটি টিয়াসহ জয়নাল আবেদিন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত জয়নাল কুড়িগ্রাম এআর ট্রাভেলস বাসের সুপারভাইজার। তার বাড়ি রংপুরের পীরগাছায়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য সাংবাদিকদের জানান, আটকের পর জয়নাল আবেদিনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ () ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয় জয়নালকে। আদালতের নির্দেশনা পেলে পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

তিনি জানান, বগুড়া থেকে টিয়া পাখিগুলো চট্টগ্রামে আনা হয়েছে। বগুড়ার এক ব্যক্তি জয়নাল আবেদিনকে পাখিগুলো চট্টগ্রামে পৌঁছে দেয়ার কাজ দেয়।

উল্লেখ্য, উদ্ধার হওয়া টিয়া পাখিগুলোর নাম সবুজ টিয়া। এদের দেহ সবুজ, গলায় গোলাপি বলয় থাকে। ঠোঁট টকটকে লাল এবং লেজের কয়েকটি পালক হয় নীল রঙের। দেখতে সুন্দর, সহজে পোষ মানে এবং মানুষের স্বর নকল করতে পারে সবুজ টিয়া। এ কারণে পোষ্য হিসেবে সবুজ টিয়ার চাহিদা আছে।

পূর্ববর্তী নিবন্ধএসেছে নতুনের বার্তা
পরবর্তী নিবন্ধবর্ষপূর্তি অনুষ্ঠান ৩ জানুয়ারি