অলংকার মোড় থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার ছাত্রলীগ নেতা ইব্রাহীম রাজু হত্যা মামলার প্রধান আসামি শাহিনুর হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকার সুরুজ মিয়ার ছেলে। গত মঙ্গলবার নগরীর অলংকার মোড় থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গত ৯ জুলাই রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় শাহীনসহ ১৬ জনের নাম উল্লেখ করে রাজুর বাবা একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আজ যৌক্তিক আন্দোলনে রাজপথে
পরবর্তী নিবন্ধপটিয়ায় ট্রাক চাপায় বাইক আরোহীর মৃত্যু