নগরীর অলংকার মোড় থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গতকাল (সোমবার) সকাল পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কঙবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকার পূর্ব মহেশখালী পাড়ার মোহাম্মদ আলী প্রকাশ লাল মিয়ার ছেলে মো. শাহজাহান (২০) এবং একই গ্রামের মৃত সুলতানের ছেলে মো. জসিম (১৯)।
পাহাড়তলী থানার ওসি মো. হাসান ইমাম জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।