অলংকার মোড়ে মধ্যরাতে বাসে আগুন

নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরের অলংকার মোড়ে আলিফ হোটেলের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কেপায়েত উল্লাহ বলেন, এটি কোনো নাশকতা নয়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ভিতরে আগুন ধরেছে। তারপরও আমরা খতিয়ে দেখছি। বাসের সব জানালা বন্ধ ছিল। বাইরে থেকে কোনো আগুন ধরেনি। দরজাজানালা বন্ধ থাকার কারণে হয়তো গরমে আগুন লেগেছে। তিনি বলেন, এই এলাকায় এ রকম অনেক গার্মেন্টসের বাস দাঁড়ায়। ঘটনাস্থলে সিসি ক্যামেরা আছে। এটি ব্যস্ততম জায়গা, অনেক দোকানপাট আছে। দোকানের ১০ গজ দূরে বাসটি রাখা হয়েছিল। রাখার আধা ঘণ্টার মধ্যে বাসে আগুন ধরে যায়।

ওসি বলেন, আমরা মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন আধা ঘণ্টা আগে ড্রাইভারহেলপার তার গাড়ির দৈনিক ইনকামের টাকা বুঝিয়ে দিয়ে বাসটি ঘটনাস্থলে রেখে জানালাদরজা বন্ধ করে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা ঢালী ও হাবিব আটক
পরবর্তী নিবন্ধঅভিনব মানববন্ধন, মানুষের সঙ্গে আছে পশুও