অলংকার ও এ কে খানে দুই বাসকে ৮ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন

বাড়তি ভাড়া আদায় | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের দায়ে নগরীর অলংকার ও একে খান এলাকায় অভিযান চালিয়ে জোনাকি পরিবহন ও শাহী পরিবহন নামে দুই বাসকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যায় অলংকার ও এ কে খান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এছাড়া অভিযানে লাইসেন্স ছাড়া আরো একটি বাসকে তিন হাজার ও ফিটনেসবিহীন ২টি বাসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না বলেন, যাত্রীদের নিরাপদ ঈদ যাত্রায় আমরা মাঠে কাজ করছি। যেখানেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছি সেখানে আমরা অভিযান চালাচ্ছি। ঈদ পর্যন্ত এই অভিযান চলবে।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাবের হাতে হিজবুত তাহরীর নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ওমর কায়সার ও তহুরীন সবুর ডালিয়া