সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নগরের অলংকার মোড় ও একে খান এলাকায় চারটি বাস কাউন্টারকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, অভিযানে সাবিনা এন্টারপ্রাইজকে (প্রো. সালাউদ্দিন) ৩০ হাজার টাকা, সোনিয়া এন্টারপ্রাইজকে (প্রো. ইসহাক) পাঁচ হাজার টাকা, জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।