যুক্তরাষ্ট্রের মাটিতে বসে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবার রাতে ফ্লোরিডার টাম্পাতে এক ডিনারে কিছুদিন আগেই ফিল্ড মার্শাল উপাধি পাওয়া মুনির বলেছেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সঙ্কটে পড়ে তাহলে তারা অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবেন। খবর বিডিনিউজের।
আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা যদি মনে করি আমরা শেষ হতে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাবো, তিনি এমনটাই বলেছেন একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার ঘটনা এর আগে কখনোই শোনা যায়নি, বলছে এনডিটিভি। শনিবার মুনিম এই মন্তব্য করেন তার সৌজন্যে আয়োজিত এক ডিনারে, যার আয়োজক ছিলেন টাম্পার অনারারি কনসাল ব্যবসায়ী আদনান আসাদ। সিন্ধু নদীতে ভারতের বানানো কোনো অবকাঠামোর কারণে যদি পাকিস্তানের পানি পেতে সমস্যা হয়, তাহলে সেটি গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গেছে তা পাকিস্তানের ২৫ কোটি লোককে অনাহারে ঠেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে বলেও দাবি মুনিরের। ভারতের বাঁধ বানানো পর্যন্ত অপেক্ষা করবো আমরা। যখন সেটি হয়ে যাবে, তখন আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেবো। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আল্লাহর ইচ্ছায়, আমাদের ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই, পাকিস্তানি ফিল্ড মার্শাল এমনটাই বলেছেন বলে সেখানে উপস্থিত অতিথিদের কয়েকজন ভারতের দ্য প্রিন্টকে জানিয়েছেন।
এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন মুনির। আগেরবার জুনে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে তার সঙ্গে হোয়াইট হাউজে লাঞ্চ করেছিলেন তিনি। সেবার তিনি শান্তি প্রতিষ্ঠায় অবদানস্বরূপ ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশও করেছিলেন। ফ্লোরিডার অনুষ্ঠানেও তিনি একই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।