অর্ধেক আসনে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে গেছে প্রতিটি ট্রেন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম থেকে সকল ট্রেন অর্ধেক আসনে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। চট্টগ্রাম-ঢাকা-সিলেটসহ দেশের সকল রুটে চলাচলরত সকল আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন গতকাল শনিবার সকাল থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচল করে। প্রতিটি ট্রেন সরকার নির্ধারিত নির্দেশনা মেনে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে বলে জানান স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
সরেজমিনে চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি ট্রেনের যাত্রীদের সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠার জন্য রেল কর্মকর্তারা সচেতন করছেন। সুবর্ণ ও মহানগর এক্সপ্রেসে দেখা যায়, দুটি আসনের একটি আসন খালি রেখে পাশের আসনে যাত্রী বসানো হয়েছে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের মাস্ক পরার জন্যও সচেতন করা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী আজাদীকে বলেন, চট্টগ্রাম থেকে সকল ট্রেন অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ট্রেনে ওঠার সময় হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে জানান স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের জন্য গত মঙ্গলবার রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান এক বিজ্ঞপ্তি জারি করেন। সেই আলোকে গতকাল থেকে প্রতিটি ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
মহামারীর সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে গত বছরের শুরু থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়। পরে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের ৩-৪ মাস বন্ধ ছিল ট্রেন চলাচল। ২০২০ সালেও লকডাউনের কারণে ৪-৫ মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। এবার নতুন বছরের শুরুতেই ওমিক্রন প্রতিরোধে দফা বিধিনিষেধ জারি করে সরকার।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণের ঊর্ধ্বগতি
পরবর্তী নিবন্ধমাছের মজুদ বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়ন প্রকল্পে গতি