বাঁশখালীর ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ১৩ ইউনিয়নের ১২৮টি ভোট কেন্দ্রে এবার ২ লক্ষ ৭৪ হাজার ৯৪০ জন ভোটার ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য ১২৮ জন প্রিসাইডিং অফিসার, ৮৩৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৬৬৮ জন পোলিং ইভিএমের মালামালসহ স্ব স্ব কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধশত কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গতকাল বিকালের বৃষ্টির কারণে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের মুখে চিন্তার ছাপ। কারণ উপকূলীয় ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া ও খানখানাবাদ এলাকার কাঁচা সড়কে চলাচলে ভোগান্তি হবে। এদিকে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম। তিনি বলেন, বৃষ্টির কারণে নির্বাচনী মালামাল পরিবহন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোগান্তি হলেও সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলার কারণে স্থগিত হয় চাম্বল ইউনিয়নের নির্বাচন। ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব ও বিজিবির নেতৃত্বে মোবাইল টিম থাকবে। কোথাও আইনশৃঙ্খলার অবনতি হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে ভোট প্রদান করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ১৩টি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে সুনির্দিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।
এদিকে ১৩ ইউনিয়নের মধ্যে পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। এখানে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। সাধনপুরে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এখানে ৯টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছেন। খানখানাবাদে চেয়ারম্যান প্রার্থী ৭ জন। ১০টি কেন্দ্রে ২১ হাজার ৫৯৯ জন ভোটার। বাহারছড়ায় চেয়ারম্যান পদে আছেন ৫ জন। এখানে ১০ কেন্দ্রে ২৭ হাজার ১৬৩ জন ভোটার রয়েছেন। কালীপুরে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। এখানে ৯টি কেন্দ্রে ২৪ হাজার ৫১০ জন ভোটার। কাথরিয়ায় চেয়ারম্যান প্রার্থী ৫ জন। ৯টি কেন্দ্রে ১৬ হাজার ৯০ জন ভোটার রয়েছেন। বৈলছড়িতে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৬৪১ জন ভোটার রয়েছেন। সরলে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। ১১টি কেন্দ্রে ২৭ হাজার ৬২ জন ভোটার রয়েছেন। শীলকূপে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। ৯টি কেন্দ্রে ১৭ হাজার ১৯০ জন ভোটার। গন্ডামারায় চেয়ারম্যান প্রার্থী ৭ জন। ১০টি কেন্দ্রে ২৪ হাজার ৪০০ জন ভোটার। শেখেরখীলে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। এখানে ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৫৬৭ জন ভোটার রয়েছেন। পুঁইছড়িতে চেয়ারম্যান প্রার্থী ৯ জন। ১২টি কেন্দ্রে ২৬ হাজার ২১৩ জন ভোটার। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী। এখানে ৯টি কেন্দ্রে ভোটার ১৯ হাজার ৭১৩ জন।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ এপ্রিল বাঁশখালীর ১৪টি ইউনিয়নে নির্বাচন হয়। তখন ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।












