অর্ধশতাধিক তরুণীর নামে ফেক আইডি খুলে ব্ল্যাকমেইলিং

তক্তারপুল এলাকায় যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। তরুণীদের নামে ফেক ফেসবুক আইডি খুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আল মাসুম (৩০) নামের ওই যুবক তক্তারপুলের বাছুর আলী সওদাগর বাড়ীর আবু শুক্কুরের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহার করা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আল মাসুম অর্ধশতাধিক তরুণীর নামে ফেক ফেসবুক আইডি খুলে পরবর্তীতে তাদের নানাভাবে ব্ল্যাকমেইল করতেন। বিষয়টি ভুক্তভোগীদের কাছ থেকে জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট সূত্র জানায়, গ্রেপ্তার যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ৭৮ মাস ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনুমতি ছাড়া নারীদের ব্যক্তিগত তথ্য, ছবি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে ফেক আইডি খুলে আসছেন তিনি। আইডি খোলার পর অশ্লীল, আপত্তিকর ক্যাপশন সহকারে ছবি পোস্ট করে মর্যাদাহানিকর তথ্য প্রকাশ করেন। এছাড়া ভিকটিমদের মেসেঞ্জারে সংগ্রহ করা নগ্ন ছবিও পাঠাতেন তিনি। পাশাপাশি তাদেরকে নগ্ন অবস্থায় তার সাথে ভিডিও কলে কথা বলতে বাধ্য করতেন এবং ভীতি প্রদর্শন করতেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীরাই মাসুমের টার্গেটে থাকত বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসিদ্দিক বাজারের ভবন মালিক দুই ভাইসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিনামূল্যে চাল পাবে ১ লাখ ৮০ হাজার পরিবার