অর্ধযুগপূর্তি উদযাপন করলো ইডিইউর অর্থনীতি বিভাগ

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অর্ধযুগপূর্তি উদযাপন করলো ইডিইউর অর্থনীতি বিভাগ। গতকা বৃহস্পতিবার অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের রঙিন পদচারণায় উৎসবমুখর ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

চট্টগ্রামের প্রথমবারের মতো অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স বা বিএসসি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। অন্যান্য ডিগ্রিগুলোর তুলনায় আরো আধুনিক ও প্রায়োগিক করে তোলার মাধ্যমে সাজানো হয়েছে ইডিইউর বিএসসি ইন ইকোনমিক্স প্রোগ্রামকে।

২০১৬ সালে বিএ ইন ইকোনমিক্স প্রোগ্রাম দিয়ে যাত্রা শুরু করে ইডিইউর অর্থনীতি বিভাগ। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো উদ্বোধনী অনুষ্ঠান, প্যানেল ডিসকাশন, কুইজোনোমিক্স শিরোনামে অর্থনীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নেক্সাস শিরোনামে শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন, ফুড ইকনোমি শীর্ষক শিক্ষার্থীদের স্টল ও ইকোনশো শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠান ও প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, বর্তমান যুগে অর্থনীতি অনেক বেশি বিশ্লেষণাত্মক ও জটিল। ফলে, শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে গাণিতিক, ব্যবসায় শিক্ষার পাঠ জরুরি।

আজকের বিশ্বের দিকে তাকালেই এর গুরুত্ব উপলব্ধি করা যাবে। ইডিইউর অর্থনীতি বিভাগ তাত্ত্বিক পড়ালেখার পাশাপাশি বিশ্লেষণাত্মক ও গাণিতিক বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অনন্যা নন্দীর সভাপতিত্বে প্যানেল ডিসকাশনে অতিথি বক্তা ছিলেন ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ রকিবুল কবির ও চবি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনের ঘটনায় চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিলুপ্তপ্রায় প্রাণী গুইসাপ উদ্ধার