অর্ধকোটি টাকার ভেজাল ও অবৈধ ওষুধসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

অর্ধকোটি টাকার ভেজাল ও অবৈধ যৌন উত্তেজক ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। ধৃতরা হচ্ছেনআমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০)। গত সোমবার দিবাগত রাতে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ধৃতদের কাছ থেকে তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডার প্যাকেট জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা। দীর্ঘদিন ধরে ধৃতরা ‘এলিট কর্পোরেশন’ নামের স্টিকার ব্যবহার করে এসব অবৈধ পণ্য তৈরি ও বাজারজাত করছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ধৃতরা ভেজাল ওষুধ তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করতো। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চায় দুদক