অর্ধকোটিরও বেশি মানুষের চিকিৎসা হয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে

বেড অনুদানের চেক গ্রহণকালে ডা. রবিউল হোসেন

| শুক্রবার , ২৯ অক্টোবর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন ফজিলা ফাউন্ডেশন। হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ফজিলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার হোসাইনের পিতা মরহুম আলহাজ্ব আবদুল মাবুদ সওদাগরের নামে ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তাস্তর করেন। ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে ফজিলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. রাজীব হোসেন, মো. গোলাম ফারুক প্রমুখ। চেক গ্রহণকালে চক্ষু হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে উল্লেখ করে অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, চক্ষু রোগীদের চিকিৎসার মাধ্যমে তাদের অন্ধত্ব নিবারণ ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে ১৯৭৩ সালে অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমূখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে এর প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে অর্ধকোটিরও বেশি মানুষের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল।প্রতিবছর হাসপাতালের চিকিৎকরা লক্ষ লক্ষ রোগীকে সেবা দেয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিয়ে অন্ধত্ব নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালীপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
পরবর্তী নিবন্ধচান্দগাঁও যুবদলের বস্ত্র ও খাবার বিতরণ