সরকারের মন্ত্রিসভায় সদ্য নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি আজ শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। সভায় চট্টগ্রামের প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি আজ শনিবার বেলা ১১ টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক চত্বরে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে হেল্থ ক্যাম্প উদ্বোধন করবেন। এরপর দুপুরে আনোয়ারা হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জেয়ারত শেষে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিবেন। বিকেল ৩ টায় আনোয়ারা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।