বিদেশে অর্থ পাচারের এক মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির ব্যবসায়ী আবু আহম্মদ প্রকাশ আবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল তার পক্ষে সময় চেয়ে করা আবেদন নাকচ করে দিয়ে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা এ আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্যেও আসামি আবু আত্মসমর্পণ করেননি। পরবর্তীতে অসুস্থতার গ্রাউন্ডে একাধিকবার সময় নেন। আজকেও (গতকাল) সময় চেয়ে আবেদন করলে আমরা তাতে আপত্তি জানাই। একপর্যায়ে আদালত আমাদের আপত্তি আমলে নিয়ে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৮ মার্চ কোতোয়ালী থানায়
মানি লন্ডারিং আইনে মামলাটি করেন পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. হারুন উর রশীদ। এজহারে বলা হয়, আসামির হেফাজতে ২০৪ কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৬৮ টাকা জমা রয়েছে এবং ২৪০ কোটি ৫ লাখ ১২ হাজার ১৬০ টাকা টাকা মানি লন্ডারিং করেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ (সং ২০১৫) এর ২(শ) ৯/১৪/২৬ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।