হাসপাতালে চিকিৎসাধীন লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার দুপুরে তার স্বামী বাঁশিবাদক গাজী আবদুল হাকিম বিডিনিউজকে বলেছেন, ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর রোববার থেকে তাকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। এর মধ্যে লালনের গানের শিল্পীর চিকিৎসায় সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও, তার পরিবার জানিয়েছে টাকাপয়সা নয়, শিল্পীর চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন আছে তাদের।
বৃহস্পতিবার গাজী আব্দুল হাকিম বলেছিলেন, ফরিদার তো প্রায়ই ডায়ালাইসিস করতে হয়, এবার পরপর তিনদিন করতে হয়েছে। ডায়ালাইসিস করতে গিয়ে অসুবিধা হয়, তখন তাকে আইসিইউতে নেওয়া হয়। এ নিয়ে তিনবার আইসিউতে ভর্তি করা হল। একবার কোভিড মহামারীর সময়, ফেব্রুয়ারিতে নিউমোনিয়া হয়েছিল। এবার ডায়ালাইসিস করতে গিয়ে এই সুস্থ হচ্ছে, আবার অসুস্থ হচ্ছে।
এইভাবে আর কয়দিন বাঁচবেন তিনি। ফরিদা পারভীনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর কেউ সরকারকে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে বলেন গাজী আব্দুল হাকিম। তবে ফরিদা পারভীনের পরিবার আর্থিক সহযোগিতা নয়, তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।