অর্থ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি কারাগারে

পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থেকে প্রতারণা, দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গ করে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৯১৩ টাকা টাকা আত্মসাৎ করেছে, এমন অভিযোগে দায়ের করা একটি মামলায় বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান সিকদার ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. মাহমুদুল হক পারভেজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষ হলে তারা আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। বাদীর আইনজীবী তপন কুমার দাশ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরস্পর যোগসাজসে অসদাচরণ, দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিদ্যালয়ের তহবিল থেকে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৯১৩ টাকা অর্থ আত্মসাতের দায়ে ২০২১ সালের ৫ মার্চ কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে বিদ্যালযয়ের এডহক কমিটির সভাপতি মো. ফজলে আজিজ বাবুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘চড়া মূল্যে’ কেনা হচ্ছে আরেক কার্গো এলএনজি
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন শুরু এক বছরের মধ্যে