অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

সাতকানিয়ার মরফলা বাজারের সোনালী ব্যাংক শাখার সাবেক ম্যানেজার মো. ইউনুছকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৯০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। পুরো বিচার পক্রিয়ায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মোট দুটি আইনের তিনটি ধারায় আদালত মো. ইউনুছকে এ কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে দণ্ডবিধির ৪০৯ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাস, দণ্ডবিধির আরেক ধারা ৪২০ এ এক বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, ১৫ লাখ ১০ হাজার ২৭৮ টাকা আত্মসাৎ করেছে এমন অভিযোগে ২০০১ সালের ৩১ মে মো. ইউনুছের বিরুদ্ধে মামলাটি করেন পরবর্তীতে দায়িত্বে আসা ব্যাংকের আরেক ম্যানেজার আব্দুস সবুর। একই বছর তদন্ত শেষ করে পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হয়। কিন্তু আদালত তখন পুলিশের উক্ত চার্জশিট গ্রহণ করেননি। সম্পূরক চার্জশিট দিতে দুদককে নির্দেশ দেয়া হয়। ২০১১ সালে দুদকের উপ-সহকারী পরিচালক সাইফুল্লাহ মো. ইমরান ব্যাংক কর্মকর্তা মো. ইউনুছের বিরুদ্ধে আদালতের কাছে চার্জশিট দাখিল করেন। পরের বছর ২০১২ সালের ১২ মে আদালত উক্ত চার্জশিট গ্রহণ করেন এবং ব্যাংক কর্মকর্তা মো. ইউনুছের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ-গ্যাসে ধীরে ধীরে ভর্তুকি প্রত্যাহারের ভাবনা
পরবর্তী নিবন্ধপিবিআইয়ের প্রতিবেদনে মিতুর বাবার নারাজি