অর্থ আত্মসাত মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী উপজেলার ৫ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. আলতাফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলির আদালত এই রায় দেন। মো. আলতাফ হোসেন নাঙ্গলমোড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জাফর হামজার বাই লেন এলাকার শামসুল আলমের ছেলে। আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ পারভেজের সঙ্গে পূর্ব পরিচয়ের সুবাদে মো. আলতাফ হোসেন ১০ লাখ টাকা হাওলাত নেন। এর বিপরীতে মো. পারভেজকে গত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর তারিখের ইসলামী ব্যাংক লিমিটেড আন্দরকিল্লা শাখার একটি ১০ লাখ টাকার চেক দেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর চেকটি ব্যাংক ডিজঅনার স্লিপসহ চেকটি মামলার বাদীকে ফেরত দেয়। পাওনা টাকা আজ দিবে কাল দিবে বলে অহেতুক সময়ক্ষেপণ করে পরিশোধ না করে টাকাগুলো আত্মসাৎ করে। ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করেন বাদী। এ ছাড়াও মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে ১২ টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অর্ণব তালুকদার গণমাধ্যমকে বলেন, টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়নের মো. আলতাফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় মো. আলতাফ হোসেন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরের উন্নয়নে হবে অ্যাকশন প্ল্যান
পরবর্তী নিবন্ধদীর্ঘ দিন পর সুনসান সীমান্ত এলাকা