অর্থ আইন, ২০২১ এর আলোকে আয়কর আইনে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ

এস. কে. বসাক, এফসিএ | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

সরকার প্রত্যেক বছর আর্থিক সমন্বয় সাধনের নিমিত্তে অর্থনীতির চাাহিদা অনুযায়ী আয়কর আইনের বিভিন্ন ধারা, উপধারা ও বিধির পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করেন। এ ছাড়া ও বছরের শুরুতে বিভিন্ন এস আরও প্রজ্ঞাপন জারী করেন। ২০২১-২০২২ করবর্ষে ধনপতি করদাতাদের জ্ঞাতার্থে আয়কর আইন পরিবর্তনের উল্লেখযোগ্য চুম্বক অংশ নিম্মে উপস্থাপন করা হলো।
০১। অর্থের উৎসের ব্যাখ্যা ব্যতিরেখে সিকিউরিটিজে বিনিয়োগ
কর হার ১০% স্থলে ২৫% পর্যন্ত বৃদ্ধি ও আরো ৫% জরিমানা প্রদান সাপেক্ষে এই বিনিয়োগ ৩০-০৬-২০২২ এর মধ্যে করতে হবে। (ধারা ১৯ এএএএ)।
০২। অপ্রদর্শিত সম্পত্তি, নগদ অর্থ ইত্যাদি ঘোষণা ও কর পরিশোধ বিধান
উক্ত ধারায় প্রদত্ত টেবিল-১ (জমির ক্ষেত্রে) ও টেবিল-২ (বিল্ডি বা এ্যাপর্টমেন্টের) ক্ষেত্রে অনুযায়ী বর্গমিটার প্রতি নিদ্দিষ্ট হারে কর পরিশোধ এবং টেবিল ৩ (অপ্রদর্শিত অস্থাবর সম্পত্তি) ২৫% কর ও ৫% জরিমানা পরিশোধ সাপেক্ষে ৩০-০৬-২০২২ইং মধ্যে প্রদর্শন করতে হবে। (ধারা ১৯ এএএএএ) এই ধারায় টেবিল-০৩ এর গত বৎসর করের হার ছিল ১০%।
০৩। ব্যক্তি শ্রেণীর করদাতা কর্তৃক শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ
অপ্রদর্শিত অর্থ শিল্প খাতে বিনিয়োগের নিমিত্তে ব্যক্তি শ্রেণীর করদাতাদের শুধু মাত্র ১০% কর পরিশোধ করে ০১-০৭-২০২১ থেকে ৩০-০৬-২০২২ মধ্যে নতুন শিল্প প্রতিষ্টায় বিনিয়োগ করলে কর বিভাগ উৎসে সম্পর্কে কোন প্রশ্ন উত্তাপন করবেন না। বিনিয়োগের শর্ত সমূহ নিম্মরূপ ঃ (ধারা ১৯ এএএএএএ)।
ক) নতুন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হবে এবং দৃশ্যমান বিনিয়োগ করতে হবে। দৃশ্যমান বিনিয়োগ বলতে নিম্মোক্ত বিষয়গুলো বিবেচিত হবেনা-
অ. কোম্পানী গঠন করে কেবলমাত্র পরিশোধিত মূলধন গঠন;
আ. কোম্পানীর নামে কেবল জায়গা ক্রয়;
ই.এ বিধানের আওতায় ঘোষণাকৃত পরিশোধিত মূলধন হতে ঋণ দেয়া হলে; এবং
ঈ.অবকাঠামো নির্মানের জন্য চুক্তি স্বাক্ষর ও মেশিনারীজ ক্রয়ের জন্য এলসি খোলা হলে কিন্তু পরবর্তীকালে এই ধারায় প্রদত্ত সময়সীমার মধ্যে চুক্তি বাস্তবায়ন শুরু না হলে অথবা এলসি বাতিল হলে।
খ) প্রযোজ্য কর আবশ্যিকভাবে পে অর্ডার বা অটোমেটেড চালান (এ-চালান) এর মাধ্যেমে পরিশোধ করতে হবে।
০৪। ৩০ ধারায় খরচের ক্ষেত্রে সংশোধনী
ক) বেতন খাতে মাসে ২০,০০০/- টাকা তৎউর্দ্ধ হলে অবশ্যই ব্যাংক ট্‌্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
খ) কাঁচামাল ক্রয়ে একক পরিশোধ ৫ লক্ষ টাকার অর্ধিক হলে ০১-০৭-২০২২ থেকে ব্যাংক ট্‌্রান্সফারের মাধ্যমে করতে হবে।
গ) ভ্রমন খাতে ব্যয়, প্রদর্শিত বিক্রয় এর ১.২৫% মধ্যে রাখতে বলা হয়েছে।
ঘ) বেতন, পারিশ্রমিক, সরকারকে যে কোন প্রকার পরিশোধ এবং কাঁচামাল ক্রয়ের খাত ব্যতিত অন্যান্য সকল প্রকার ব্যয় পরিশোধের পরিমান একক ক্ষেত্রে ৫০,০০০/- টাকা অতিক্রম করলে ব্যাংক ট্রান্সপারের মাধ্যমে করতে হবে।
ঙ) সকল বাণিজ্যিক ভাড়া প্রদান ক্রসড চেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে।
০৫। কর রেয়াতযোগ্য বিনিয়োগের পরিবর্তন
কর রেয়াতযোগ্য বিনিয়োগের পরিমান ( ধারা ৪৪) ১.৫ কোটি টাকার স্থলে ১ কোটি টাকা করা হয়েছে।
০৬। উৎসে কর কর্তন বিষয়ক পরিবর্তন
বিল গ্রহীতা ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল সার্ভিসের মাধ্যমে গ্রহন না করলে উৎসে কর কর্তনের হার ৫০% বেশী হবে। (ধারা ৫২)
০৭। গাড়ীর ফিটনেস নবায়ন প্রসঙ্গে
ক) একাধিক বছরের জন্য ফিটনেস নবায়ন করা হলে তারপরের অর্থ বছর গুলোর ৩০ জুনের মধ্যে অগ্রিম কর দিতে হবে।
খ) অগ্রিম কর পরিশোধ ব্যর্থ হলে বকেয়া ও উক্ত বছরের কর একসাথে দিতে হবে।
০৮। তৃতীয় লিঙ্গের করদাতার সুবিধা
তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০/- টাকা নির্ধারন করা হয়েছে।
০৯। ব্যক্তিসংঘ, আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির কর হার উক্ত আয়ের উপর ৩০% করা হয়েছে।
১০। সারচার্জের হার পরিবর্তন হার
নীট সম্পদ ৩ কোটি শুন্য
নীট সম্পদ ৩ কোটির বেশী তবে ১০ কোটির অনধিক ১০%
নীট সম্পদ ১০ কোটির বেশী তবে ২০ কোটির অনধিক ২০%
নীট সম্পদ ২০ কোটির বেশী তবে ৫০ কোটির অনধিক ৩০%
নীট সম্পদ ৫০ কোটির বেশী হলে ৩৫%
১১। শিল্প স্থাপনে কর অব্যাহতি
ক) কম্পিউটার মাদার বোর্ড, ক্যাসিং, ইউ পি এস, স্পীকার, সাউন্ড সিষ্টেম, পাওয়ার সাপ্লাই, ইউ এস বি ক্যাবল, সিসিটিভি এবং পেন ড্রাইভ – ১০ বছর।
খ) ফল প্রক্রিয়াজাতকরন, শাক-সবজি প্রক্রিয়াজাতকরন, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন, শিশু খাদ্য উৎপাদন এবং কৃষিযন্ত্র উৎপাদন – ১০ বছর।
গ) হালকা প্রকৌশল শিল্পের সকল প্রকার পণ্য, যাহা
অ. কেবল শিল্প-কারখানায় ব্যবহ্নত হইবে, এবং ১০ বছর
আ. পূর্ণাঙ্গ কোন যন্ত্র নহে, কেবল যন্ত্রাংশ হইবে।
ঘ) ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ অভেন, ইলেট্রিক সেলাই মেশিন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড এবং কিচেন নাইভস্‌ – ১০ বছর।
১২। শিল্প ও প্রশিক্ষণ প্রদান (কর অব্যাহতি) ১০ বছর
ক্ষেত্র সমূহ
ক) কৃষি, ফিসারিজ, বিজ্ঞান ও আইটি খাতের সকল ধরনের ডিপ্লোমা ডিগ্রী ও ভোকেশনাল শিক্ষা।
খ) অটোমোবাইল, এয়ার ক্রাফট সংরক্ষণ, খাদ্য, ফুটওয়ার, গ্লাস, মাইনিং, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, লেদার, রেফ্রিজারেশন, সিরামিঙ, মেকানিষ্ঠ, গার্মেণ্টস্‌ ডিজাইন এবং প্যাটান মেকিং, ফার্মেসী, নাসিং, ইন্টিগ্রেটেড মেডিক্যাল, রেডিওলজী এন্ড ইমেজিং, আল্ট্রাসাউন্ড, ডেন্টাল, এনিমেল হেলথ এন্ড প্রডাকশন সার্ভিস, ক্লদিং ও গার্মেন্টস ফিনিসিং, পোল্ট্রি ফার্মি এর উপর পেশাগত প্রশিক্ষণ দান। কর অব্যাহতি – ১০ বছর।
১৩। ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলার বাইরে হাসপাতাল নির্মাণ (কর অব্যাহতি) ১০ বছর
১৪। অটোমোবাইল (থ্রি হুইলার ও ফোর হুইলার) উৎপাদন অন্যুন ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে – ১০ বছর (কর অব্যাহতি)।

পূর্ববর্তী নিবন্ধআরো সমৃদ্ধ হোক দৈনিক আজাদীর পথচলা
পরবর্তী নিবন্ধবাগীশ্বরী সঙ্গীতালয়ে উচ্চাঙ্গ সঙ্গীত আসর