অর্থী ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন অর্থী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন জগন্নাথ মন্দিরের সভাপতি ভোলানাথ মাস্টার। ফাউণ্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. শিশির রঞ্জন দাশের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জগন্নাথ মন্দির উৎসব কমিটির সভাপতি বাবুল সাহা, চিন্ময় দাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্পে শিশু রোগ, মেডিসিন বিভাগ, ডায়াবেটিস, বাত, গাইনিসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান করেন প্রফেসর ডা. শিশির রনজন দাশ, ডা.কার্তিক দাশ, ডা. তাপস দাশ, ডা. দীপ্ত দাশ তীর্থ, ডা. সুষ্মীত দাশ। উল্লেখ্য, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা খাসের হাট বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের উৎসব উপলক্ষে অর্থী ফাউণ্ডেশনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় হিলফুল ফুজুল একতা সংঘের মতবিনিময় সভা