অর্থনৈতিক সংস্কার নিয়ে সংঘর্ষে উত্তাল আর্জেন্টিনার রাজধানী

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলের বিতর্কিত অর্থনৈতিক সংস্কার প্যাকেজ সিনেটে অনুমোদিত হওয়া নিয়ে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী বুয়েনস আয়ার্স। বুধবার সেনেটে ভোটভুটির সময় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পেট্রল বোমা ও পাথর ছুড়ে মারে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর বিডিনিউজের।

তাদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবে। এসব সংঘর্ষের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ঘটনাস্থলকে যুদ্ধক্ষেত্র বলে বর্ণনা করেছে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে, জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধসম্ভবত হাতিরাও মানুষের মতো একে অন্যকে নাম ধরে ডাকে : গবেষণা
পরবর্তী নিবন্ধক্যানারি দ্বীপপুঞ্জের পথে ৫ মাসে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু