বান্দরবানে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মতবিনিময় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়ে নির্দেশনার দেয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিনা, স্থানীয় জনগণের নির্দেশনা নিয়ে কাজ করতে চাই। দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের কোনো বিকল্প নেই। আমাদের উদ্যোক্তা হয়ে উঠার মন–মানসিকতা সৃষ্টি করতে হবে। বিশেষ করে পার্বত্যঞ্চলের বাসিন্দাদের চাকরি পেছনে না ছুটে। নিজেদের বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।