নারীর অর্থনৈতিক অগ্রযাত্রা নারীর ক্ষমতায়নের পথকে সুসংহত করবে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় উই বাজারের উদ্যোগে গতকাল সম্মাননা প্রদান ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ফারুক খাঁনের সহধর্মিণী নিলুফা ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে আমরা নারী–পুরুষ একসাথে কাজ করে এগিয়ে যাব। ডিজিটাল যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর সুফলগুলো আমরা আমাদের ঘরে তুলবো। তিনি সম্মাননা প্রাপ্তসহ উপস্থিত সকল নারী উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ঘটলে নারীর ক্ষমতায়নকে কেউ রুখতে পারবে না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার পর থেকেই নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির এই যুগে ‘উই বাজার’ আমাদের একটি উদ্যোগ, যেখানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যসহ সকল নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যের প্রচার–প্রসার ও বিপণনের জন্য কাজে লাগাতে পারে। আশা করছি, আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাবে।
তিনি উই বাজার এর প্রতিটি সদস্যকে নিয়মিতভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামীম মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি হাসিনা আহমেদ ও সুরাইয়া আকরাম। অনুভূতি প্রকাশ করেন বিবি খোদেজা জেসী, উম্মে লুসি মুনা, নার্গিস আক্তার। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস–প্রেসিডন্ট রেখা আলম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন খাতে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












