বাংলাদেশ অর্থনীতি সমিতি–চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যনির্বাহক কমিটির সাধারণ সভা গত ১২ ফেব্রুয়ারি এ.টি.এম কামরুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও ড. জ্যোতি প্রকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পঞ্চম দ্বি–বার্ষিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনছুর এম ওয়াই চৌধুরী ও সদস্য খোরশেদুল আলম কাদেরী, অর্থনীতি সমিতি–চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যনির্বাহক কমিটির সভাপতি ড. জ্যোতি প্রকাশ দত্ত,সাধারন সম্পাদক এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী,সহ–সভাপতি মো. খোরশেদ আলম, কোষাধ্যক্ষ শাহ কামাল মোস্তফা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহিরুল হক স্বপন, সহ সম্পাদক বিদ্যুৎ কান্তি নাথ, সদস্য এস.এম. আবু জাকের,আজীবন সদস্য এস.এম. বদরুদ্দোজা এবং আব্দুল্লাহ আল মাসুম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।