প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের উদ্যোগে সম্প্রতি ‘সনাতনী বিতর্ক ও বাংলা সংসদীয় বিতর্ক’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বিতর্ক বিষয়ক বিভিন্ন নিয়ম-কানুন সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী কিভাবে নিজের জ্ঞানের পরিসর বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ ক্যরিয়ার গঠনের পথ সুগম করতে পারে, সে-বিষয়ে আলোকপাত করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি ফজলে রাব্বি এবং সাধারণ সম্পাদক মেহেদী রহমান।
কর্মশালায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়া হোসেন বর্ষাসহ বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।