জাপানের প্রাপ্তবয়স্ক তরুণেরা সাধারণত শান্ত প্রকৃতির হয়। এই তরুণ প্রজন্মের মাঝে পরিবর্তন আনার আশায় তাদেরকে মদ খাওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার। এনিয়ে একটি প্রচারণাও চালাচ্ছে তারা। আর এই প্রচারণার লক্ষ্য দেশের অর্থনীতি চাঙ্গা করা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাবা-মায়ের তুলনায় জাপানের তরুণ প্রজন্ম কম মদ পান করে। আর এর কারণে মদ থেকে পর্যাপ্ত শুল্ক আদায় করা যাচ্ছে। যে কারণে দেশটির জাতীয় শুল্ক সংস্থা এই প্রবণতা ভেঙে ফেলতে জাতীয় পর্যায়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। মদ্যপানকে আরও বেশি জনপ্রিয় করতে ‘দ্য সেইক ভাইভা!’ নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে দেশটির ২০ থেকে ৩৯ বছর বয়সীদেরকে তাদের সঙ্গীদের সঙ্গে জাপানি মদ্যপানীয় শোচু, হুইস্কি, বিয়ার বা মদের চাহিদা কীভাবে বাড়ানো যায় সেবিষয়ে ব্যবসায়িক ধারণা শেয়ার করতে বলা হয়েছে। খবর বাংলানিউজের। এই প্রতিযোগিতা পরিচালনাকারী একটি গ্রুপ বলেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে মানুষের মাঝে নতুন নতুন অভ্যাস গড়ে উঠেছে। এ সময়ে বয়স্ক জনগোষ্ঠীর মাঝে মদ পান হ্রাস পেয়েছে।