অর্থনীতিতে মোবাইল অ্যাপ ও গেম ইন্ডাস্ট্রি অবদান রাখবে

চুয়েটের অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না, বঙ্গবন্ধুর এই অমিয় বাণীই বাংলাদেশের আজকের এই উন্নয়নের সাফল্যগাথা। ৪র্থ শিল্প বিল্পবের এই সময়ে বৈশ্বিক অর্থনীতিতে মোবাইল অ্যাপ ও গেইম ইন্ডাস্ট্রি বিশাল অবদান

 

রাখছে। তথ্যপ্রযুক্তি খাতে আমাদের বর্তমান রপ্তানি আয় প্রায় ১.৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে সেটা ৫ বিলিয়ন ডলারে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ব বাজারের উপযোগী করে মোবাইল অ্যাপ ও গেইম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। বর্তমানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ ডেভেলপার তৈরির

লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

গতকাল শনিবার চুয়েটে মোবাইল অ্যাপ্লিকেশন ও গেম শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরি এবং এই খাতে আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে সরকারের আইসিটি বিভাগের স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম অ্যান্ড অ্যাপস প্রজেক্টের উদ্যোগে মোবাইল অ্যাপ, গেম এবং জব ফেস্টিভ্যাল বিষয়ক দিনব্যাপী

অনুষ্ঠানমালায় ভার্চুযালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উৎসবে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ফারাজ করিম চৌধুরী, আইসিটি বিভাগের উপসচিব

মোহাম্মদ মনির হোসেন, অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন প্রভাষক মৌমিতা সেন শর্মা ও সাদমান সাকিব।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল অ্যাপস এবং গেম বিষয়ক দুই শতাধিক আইডিয়া নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত তিনটি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। এছাড়া জব ফেস্টিভ্যালে ২০টি আইটি ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেয়ার স্বপ্ন দেখার আহ্বান তথ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন কোনো দিন সফল হবে না