অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

ঘাসফুলের যুব দিবসের ওয়েবিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে যুবাদের মূল্যায়ন করে দুষপ্রাপ্য সম্পদ ও সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প প্রতিষ্ঠানের যদি একটা যোগযোগ স্থাপন করা যায় তাহলে কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন সম্ভব। উদ্যোক্তাদের নানা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হয়। যুবদের সাথে সমাজের এবং ব্যবসার কানেকটিভিটি বাড়াতে হবে। নারীদের অর্থনীতির মূল জায়গায় আনতে হবে, তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। কোভিডকালীন গ্রামে ফিরে যাওয়া অনেকেই এখন কৃষিক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশে ব্যয় সাশ্রয়ী হিসেবে ইকো-টুরিজমে দারুণ সম্ভাবনা রয়েছে- ঘাসফুল আয়োজিত ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
গত মঙ্গলবার জাতীয় যুব দিবস উপলক্ষে ঘাসফুল প্রধান কার্যালয়ে আয়োজিত ‘চাকুরি প্রার্থী নয়, উদ্যোক্তা যুব গোষ্ঠীই সমৃদ্ধির চালিকা শক্তি’ শিরোনামে ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন, ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী। প্রফেসর ড. এম এ সাত্তার মন্ডলের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন সহকারী পরিচালক সাদিয়া রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ইমেরিটাস ড. এম এ সাত্তার মণ্ডল। প্যানেল আলোচক ছিলেন, ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ, মুনির হাসান ও এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। বক্তব্য দেন, প্রফেসর ড. গোলাম রহমান, চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের গুঞ্জন
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির মিলাদুন্নবী মাহফিল