অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন  | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

অর্থঋণ মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মিজানুর রহমান ও রেজাউল হক। গতকাল রোববার নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিজান অর্থঋণ জারি মামলায় (নং ১০৪/২৫) ও অর্থঋণ জারী মামলা (নং ৯৬/২৩)৭ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। ধৃত রেজাউল অর্থঋণ জারী মামলা (নং ১০৫/২৫) ৩ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত ও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি।

পূর্ববর্তী নিবন্ধআজ লক্ষ্মীপূজা
পরবর্তী নিবন্ধচূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ