শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রামের বিভিন্নস্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অর্জিত বিজয়কে যাতে কোন শক্তি নস্যাৎ করতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রাউজান: রাউজান প্রতিনিধি জানান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, ছাত্র–জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে অর্জিত বিজয়কে যাতে কোন শক্তি নস্যাৎ করতে না পারে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে। খেয়াল রাখতে হবে অতি উৎসাহিত হয়ে কেউ যেন হামলা, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজি করতে না পারে। সংখ্যালঘু সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিএনপির প্রতিটি নেতাকর্মীদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
তিনি গতকাল বুধবার রাউজানের নোয়াজিষপুর ফতেনগর চৌমুহনী বাজার, ডাবুয়া জগন্নাথ হাট ও উত্তরসর্তা হলদিয়া আমীর হাট চত্বরে আয়োজিত পৃথক পৃথক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন এম এ হালিম, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এইচ এম নুরুল হুদা, শামসুল হক বাবু, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মুরাদুল আলম, একরামুল হক, মোহাম্মদ হারুন, আইয়ুব খান জনি, জানে আলম জনি, মোহাম্মদ সরোয়ার, সাজ্জাদ হোসেন, নাঈমুদ্দিন মিনহাজ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
সীতাকুণ্ড: সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গতকাল বুধবার পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সালেহ আহমদ সলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
তিনি বলেন, আওয়ামী লীগ এই বিজয়কে কালিমাযুক্ত করার জন্য আবার ষড়যন্ত্র শুরু করেছে। গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাই বিএনপি নেতাকর্মীসহ ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন কাজী মো. সালাউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, ইউসুফ নিজামী, শামসুল আলম আজাদ, কাজী মো. মহিউদ্দিন, আবুল মনসুর।
কর্ণফুলী উপজেলা : গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন,খুনিহাসিনা ও তার সকল অপকর্মের দোসরদের বিচার করতে হবে। দেশের নিরীহ, নিরস্ত্র প্রতিবাদী মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ নিশ্চিত করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা এস এম ফোরকান। হাজী মো. ওসমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, আবু তৈয়ব কন্টা. কামরুদ্দিন সবুজ, ইদ্রিস হায়দার নয়ন, এটি এম হানিফ, শেখ আহমদ মেম্বার,কাজী মাঈনুদ্দিন নিপু, সাধারণ সম্পাদক আবু তাহের, মনিরউদ্দিন মুন্সী, সেলিম খান প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান,আনোয়ারায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালাবিবি দিঘীর মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়। এম. মনজুর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, আবুল কালাম আবু, শফিউল করিম চৌধুরী জকু, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মো.আলমগীর, মাসুদুল আলম, রফিকুল ইসলাম খোকা, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল মইন চৌধুরী ছোটন, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। আবু আহমেদ হাসনাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী। বক্তব্য রাখেন আজম খাঁন, মো. মাহাবুব ছাফা, ফজলুল হক, আবদুল সালাম, নবাব মিয়া, নিজাম উদ্দিন তপন, মুজিবুল আলম, জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ।
পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি: গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বহদ্দারহাট চত্বরে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে ‘অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ–সভাপতি হাজী ইলিয়াছ শেকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নকীব উদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, হাজী আইয়ুব, হাজী নিজামুল ইসলাম, আফিল উদ্দিন আহমেদ, ম. হামিদ, গোলজার হোসেন, শাহনেওয়াজ চৌধুরী মিনু, আবু বক্কর রাজু, ফজল আজিম মাসুম, সিরাজুল ইসলাম প্রমুখ।
জামালখান ও বাগমনিরাম ওয়ার্ড বিএনপি: মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ছাত্র জনতার গণবিস্ফোরণের কারণে আমাদের বিজয় অর্জিত হয়েছে। তিনি কাজীর দেউরী কাঁচা বাজারের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন শাহ আলম, শফিক আহমেদ, দিদারুল আলম, ইউনুস চৌধুরী হাকিম, নকিব উদ্দিন ভূইয়া, আবু মো. মহসিন, আবু ফয়েজ প্রমুখ।
উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপি: উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেওয়ান হাট মোড়ে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মুহাম্মদ মহসিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, ফাতেমা বাদশা।
মহানগর স্বেচ্ছাসেবক দল: মহানগর স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম রাশেদ খান। মিছিলটি কাজীর দেউরী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আসাদুজ্জামান দিদার, শহিদুল্লাহ বাহার, অ্যাড সাইদুল ইসলাম, সেলিম রেজা, হারুন আল রশীদ, মাঈনুদ্দিন রাশেদ, মামুনুর রহমান, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা খান, জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
মহানগর যুবদল: মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসাইন দীপ্তি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতাকে গণহত্যার নির্দেশ দাতা খুনি শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার করতে হবে। তিনি মহানগর যুবদলের সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মো. হারুন, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোশাররফ হোসাইন, হাবিবুর রহমান মাসুম প্রমুখ।
ফটিকছড়ি: খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপির একাংশ। উপজেলা সদর বিবিরহাট বাজারে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির যুগ্ম–আহবায়ক সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার। বক্তব্য রাখেন শাহারিয়ার চৌধুরী, সামসুল আলম সিকদার, মিয়া মোহাম্মদ ফরিদ প্রমুখ।
চকবাজার ওয়ার্ড বিএনপি: চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মনজুর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ডা. সরওয়ার, ,সালাউদ্দিন কায়সার লাবু, আবু, সেলিম, আখম জাহাঙ্গীর আলম, নুরুল আলম শিপু, জুয়েল, মো জসিম প্রমুখ।