লেখিকা করুণা আচার্যের মা অর্চ্চনা বালা আচার্য (৯১) গত ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৫ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন পারিবারিক শশ্মানে তাকে দাহ করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি মোহরা আচার্য পাড়া শান্তি ডাক্তারের বাড়িতে তার শেষকৃত্যানুষ্ঠান হবে। প্রেস বিজ্ঞপ্তি।