খোকনসোনা অর্ক
আমার সাথে হঠাৎ সেদিন
জুড়িয়ে দিলো তর্ক।
অর্ক বলে,বলো বাবা
তুমি যদি না হও হাবা—-
কয়টা আছে চাঁদ?
খেতে দিয়ে কুইন কেকটা
আমি বলি, চাঁদ একটা
থাকলে অধিক তোমার মতে
একটা রেখে ওখান হতে
আরগুলো দাও বাদ।
অর্ক বলে, তোমার হিসেব ভুল
তুমি হাবার মূল,
চাঁদ আছে ঠিক দুটি
একটি চাঁদ আকাশতলে
আরেকটি চাঁদ পুকুরজলে
কী সুন্দর সন্ধ্যে রাতে
বাঁধে নিবিড় জুটি!
আমি বলি, দুষ্টু খোকা জেনে রেখো
আকাশে যে-চাঁদটা দেখো
ওটাই আসল চাঁদ
যাকে নিয়ে কাব্য লিখেন কবি
পুকুরজলে তুমি দেখো চাঁদের প্রতিচ্ছবি।
অর্ক বলে, আব্বু তুমি কচু জানো
চাঁদ দুটি ঠিক, এটাই ধ্রুবসত্য মানো।